সিরাজদিখানে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল ৮৫৪ পরিবার
প্রকাশ: ৮ মে ২০২১, ১৫:২৪ | আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩০
মুন্সীগঞ্জ সিরাজদিখান মধ্যপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার পেয়েছে ৮৫৪ পরিবার। আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার মধ্যপাড়া ইউনিয়ন পরিষ এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলা প্রশাসনের (দুর্যোগ ব্যবস্থাপনা শাখা) আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ ফয়েজুল ইসলাম।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাবেক অর্থ সম্পাদক হাজী আব্দুল করিম শেখ,সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক,ইউপি সদস্য মোঃ আলমগীর,মোঃ জাহাঙ্গির তালুকদার,মোঃ আসাদুজ্জামান, মোঃ ফারুক তালুকদার,পারভীন বেগম,বিউটি বেগম প্রমুখ। উপজেলা আওয়ামীলীগ সাবেক অর্থ সম্পাদক ও মধ্যপাড়া ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল করিম শেখ জানান, আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ভিজিএফ ও মানবিক সহায়তা কর্মসূচির আওতায় উপজেলার মধ্যপাড়া ইউনিয়নে ৯টি ওয়ার্ডে আটশত ৫৪জন পরিবারের মাঝে ৪৫০ টাকা করে প্রদান করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত