সিরাজদিখানে নারী-শিশু নির্যাতন মামলার বাদীকে হত্যার হুমকি ও মারধর

  সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ৩ আগস্ট ২০২৫, ১৭:৫৭ |  আপডেট  : ১৫ ডিসেম্বর ২০২৫, ২২:২৭

মুন্সীগঞ্জ সিরাজদিখান মধ্যপাড়ায় নারী ও শিশু নির্যাতন মামলার বাদীকে মামলা তুলে নিতে হত্যার হুমকি দেওয়ার ও মারধরের ঘটনা ঘটেছে। শনিবার দুপুর ১২টায় উত্তর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মামলা তুলে নিতে মামলার বাদীকে হত্যার হুমকি-মারধর ঐ এলাকার সাইদুল শেখের ছেলে ও মামলার প্রধান আসামি নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক স্বাধীন শেখের বিরুদ্ধে এ অভিযোগ ওঠে। বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বাদীর পরিবার। এ ব্যাপারে অভিযোগ করলেও নীরব ভূমিকায় সিরাজদিখান থানাপুলিশ।

মামলার বাদী বিথী আক্তার বলেন, সিরাজদিখান মধ্যপাড়া ইউনিয়ন ছাত্রলী সাধারণ সম্পাদক স্বাধীন শেখ দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক করে বিয়ের প্রলোভন দেখিয়ে স্বামী-স্ত্রীর মত শারীরিক সম্পর্ক করে আসছিল। গত ১৬ জুলাই রাত সারে ১১ টায় আমার বাড়ি মধ্যপাড়া দীঘির উত্তর পার ঘড়ে আমার সাথে দৈহিক সম্পর্ক করলে ঘড়ে থাকা অবস্থায় গ্রামের লোকজন আমাদের আটক করে। উপস্থিত লোকজন বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে জানালে ১৭ জুলাই গ্রাম্য শালীশের মাধ্যমে বিয়ের সিদ্ধান্ত হলে স্বাধীন শেখ ও তার পরিবার প্রভাব ও জোড় খাটিয়ে আমাদের সম্পর্ক অশিকার করলে ২৩ জুলাই মুন্সীগঞ্জ বিজ্ঞ নারী ও শিমু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আইনে মামলা করেন। মামলা করায় ক্ষিপ্ত হয়ে মামলা তুলে নিতে গত ০১ অক্টোবর স্বাধীনের নেতৃত্বে পাঁচ/ছয় সদস্যের একদল সন্ত্রাসী লাঠিসোঁটা চাপাতি নিয়ে তারা দুপুর ১২টায় উত্তর মধ্যপাড়া আব্দুল করিম তালুকদারের বাড়ি সংলগ্ন ফাকা রাস্তায় হামলা চালায়। বাধা দিলে বিথী আক্তারকে মারধর এবং শ্লীলতাহানি করে।

সিরাজদিখান থানা অফিসার্স ইনচার্জ মোঃ আবু বকর বলেন,আমি নতুন এসেছি থানা,মামলার বিষয়ে আমাকে কেউ কিছু বলেন নি। মারধর বা হুমকির বিষয়ে অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত