সিরাজদিখানে দুস্থ নারীদের মাঝে ভিজিডির চাল বিতরণ
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১৭:১৫ | আপডেট : ৭ জানুয়ারি ২০২৫, ০৯:১৬
মুন্সিগঞ্জ সিরাজদিখানে ১১০ জন দুস্থ নারীর মাঝে জন প্রতি ৩০ কেজি করে তিন মাসের ৯০ কেজি ভিজিডির চাল বিতরণ করা হয়েছে। আজ শনিবার বেলা সারে ১১টায় ১২নং মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের হল রুমে এসব চাল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- মধ্যপাড়া ইউনিয়নের চেয়ারম্যান হাজী আব্দুল করিম শেখ, ইউপি সচিব আমিনূর রহমান, ইউপি সদস্য মো.আবুল হোসেন,মোঃ আবু বকর খান,মোঃ শাহাবুদ্দিন খান প্রমুখ।
মধ্যপাড়া ইউনিয়নের চেয়ারম্যান হাজী আব্দুল করিম শেখ বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের দেশ এখন উন্নয়নের রোল মডেল। আওয়ামী লীগ সরকার জন্য বান্ধব সরকার, এদেশে কেউ না খেয়ে থাকতে হবে না খাদ্যের দিক দিয়ে আমরা স্বয়ংসম্পূর্ণ। তাই উন্নয়নে ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে,আওয়ামীলীগ সরকারকে ভোটের মাধ্যমে আবারও ক্ষমতায় আনতে হবে। মহিলা বিষয়ক অধিদফতরের সার্বিক তত্ত্বাবধানে ভিজিডি প্রকল্পের আওতায় আমার ইউনিয়নের ১১০ জন দুস্থ নারীর মাঝে জন প্রতি ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে আজ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত