সিরাজদিখানে দুর্গা মন্দির পরিদর্শন করলেন পুলিশের এডিশনাল ডিআইজি ও জেলা পুলিশ সুপার

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৯:০১ | আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ০৪:৫৪

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলার বিভিন্ন পূজামন্ডপ ও মন্দির পরিদর্শন করেছেন পুলিশের এডিশনাল ডিআইজি ক্রাইম মোঃ মোস্তাফিজুর রহমান এবং মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মুহাম্মদ সামসুল আলম সরকার।
আজ সোমবার সন্ধ্যায় তারা সিরাজদিখান উপজেলার ইছাপুরা দুর্গা মন্দির, রশুনিয়া পূর্ব সন্তোষপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরসহ বেশ কয়েকটি মন্দির ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম মোঃ ফিরোজ কবির, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি মোঃ কামাল হোসেন,সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান-টংগীবাড়ি সার্কেল) মোঃ ইব্রাহীম,সিরাজদিখান থানা অফিসার্স ইনচার্জ(ওসি) মোঃ আবু বকর, শ্রীনগর থানা অফিসার্স ইনচার্জ(ওসি) মোঃ নাজমূল হোসেন, সিরাজদিখান উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি তপন কুমার দাস, সিরাজদিখান উপজেলা পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক জ্ঞানদীপ ঘোষ, সন্তোষপাড়া সার্বজনীণ দুর্গা মন্দির কমিটির সাধারণ সম্পাদক ডাঃ দেবব্রত ঘোষ সমীর।
এ সময় তারা পূজার নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন এবং আয়োজকদের সঙ্গে কথা বলেন। পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে পুলিশের পক্ষ থেকে সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন তারা। এছাড়া পূজামন্ডপে আগত ভক্ত ও দর্শনার্থীদের শৃঙ্খলা বজায় রেখে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের আহ্বান জানান।
পুলিশ কর্মকর্তারা জানান, পূজার নিরাপত্তায় জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাড়তি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মন্ডপগুলোতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত