সিরাজদিখানে থানায় মিথ্যা জিডি করে হয়রানির অভিযোগ

   সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১ জুলাই ২০২১, ১৭:০৬ |  আপডেট  : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৫

মুন্সীগঞ্জ সিরাজদিখানের পূর্ব শিয়ালদী এলাকায় সম্পত্তি দাবি করে স্থানীয় মোঃ সামসুল হক মৃধার পরিবারের সদস্যদের বিরুদ্ধে থানয় মিথ্যা ডিডি করে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীর পরিবার আজ বৃহস্পতিবার দুপুরে বয়রাগাদী ইউনিয়নের দক্ষিন গোবর্দী গ্রামের নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। 

লিখিত বক্তব্যে মোঃ সামসুল হক মৃধার  বড় ছেলে সুজন মৃধা জানান,  ১৯৫৪ সালে এনায়েত আলী মৃধা আমার পিতা সামসুল হক মৃধার নামে তিনশত টাকায় ১৯ শতাংশ জমি ক্রয়করে আমার পিতার নামে লিখে দেন যার দলিল আমাদের কাছে রয়েছে। পূর্ব শিয়ালদী গ্রামের মৃত আলী আকবর তালুকদারের ছেলে মোয়াজ্জেম হোসেন তালুকদার( সোহেল রানা) আমার নানীর দূর সম্পকের খালাত ভাই সেই জায়গার মালিক দাবি করে আমাদের জায়গার গাছ কাটতে গেলে  আমাদের জোর করে বাধা দেয়। আমাদের জায়গার গাছ আমরা কাটব সেই বাধা না শুনলে ট্রিপল নাইনে ফোন করলে পুলিশ আসলে আমরা গাছ কাটা বন্ধ করি, এর পরে  বিকালে আবার আমাদের বিরুদ্ধে সিরাজদিখান থানায় মিথ্যা জিডি করেছে। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মোঃ সামসুল হক মৃধার স্ত্রী সেতারা বেগম ও ছেলে সুজন মৃধা,সাইফুল ইসলাম মৃধা সুমন, ছেলে বউ সেতু আক্তার,নার্গিস বেগম ও বয়রাগাদী ৯নং ওয়ার্ড সাবেক ইউপি সদস্য মনির হোসেন মেম্বার মনু ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত