মুন্সীগঞ্জ-১ ( সিরাজদিখান-শ্রীনগর )আসনে
সিরাজদিখানে জামায়াতে ইসলামীর এমপি প্রার্থীর গণসংযোগ

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১১ | আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৯

জাতীয় নির্বাচনের জন্য মাঠ গোছাচ্ছে জামায়াতে ইসলামী। মুন্সীগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী ও মুন্সীগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ এ.কে.এম ফকরুদ্দীন রাজী গণসংযোগ করেছেন। গতকাল বুধবার বিকালে উপজেলার মালখানগর ও তালতলা বাজারসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন- মুন্সীগঞ্জ জেলা জামায়েত ইসলামী সাবেক আমীর আব্দুল আউয়াল জিহাদী,মুন্সীগঞ্জ জেলা কর্মপরিষদ সদস্য এইচ এম বায়োজীদ, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন মুন্সীগঞ্জ জেলা সভাপতি মোঃ খিদির আব্দুস সালাম, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন মুন্সীগঞ্জ সেক্রেটারীমোঃ মুজিবর রহমান, সিরাজদিখান উপজেলা জামায়েত ইসলামী আমীর মাওলানা কবির হোসেন, সিরাজদিখান উপজেলা জামায়েতের সেক্রেটারি মোঃ ওয়াসিম মিয়া, মালখানগর ইউনিয়ন জামায়েতের সভাপতি মাওলানা মহিউদ্দিন মুরাদী, মালখানগর ইউনিয়ন জামায়েতের সেক্রেটারি মোঃ দেলোয়ার হোসেনসহ নেতৃবৃন্দ ।
এমপি প্রার্থী অধ্যক্ষ এ.কে.এম ফকরুদ্দীন রাজী বলেন, একটি কল্যাণ রাষ্ট্র গঠনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘আল্লাহ আইন চাই এবং সৎ লোকের শাসন চাই । এ দেশে আইনের শাসন করতে হলে জামায়েত ইসলাম ছাড়া অন্য কারো দ্বারা আইনের শাসন নিশ্চিত করা সম্ভব নয়। জনগণের অধিকার ফিরিয়ে দিতে, ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে এবং একটি আদর্শিক কল্যাণরাষ্ট্র গঠনের লক্ষ্যে আমি রাজনীতিতে এসেছি। আমাদের সমাজে যে চাঁদাবাজ রয়েছে তাদের চাঁদাবাজী বন্ধ করা হবে। এছাড়া আমাদের ছাত্র সমাজ নেশার সঙ্গে জড়িয়ে যাচ্ছে আমাদের তাদেরকে ফিরিয়ে আনতে হবে। তাছাড়া অনেক বেকার যুবক রয়েছে এদের জন্য কোন কার্যকর পদক্ষেপ নেই। আমরা বেকার যুবকদের কর্মের হাতে রুপান্তরিত করতে চাই। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমার শক্তি। বিগত সরকারের সীমাহীন দুর্নীতি, বিচারহীনতা ও জনগণের ওপর দমন-পীড়নের চিত্র তুলে ধরেন এবং আসন্ন নির্বাচনে জনগণের ন্যায়ের পক্ষে রায় দেয়ার আহ্বান জানান।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত