উন্নয়ন সহযোগিতা কামনা ইউপি চেয়ারম্যানের

পঞ্চগড় কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদে নানা কাজের ব্যস্ততা বৃদ্ধি

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪৩ |  আপডেট  : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৯

পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদে কাজের ব্যস্ততা বেড়েছে। এলাকার মানুষের সেবাদান সহ নানা সমস্যা সমাধানে এগিয়ে রয়েছে এই পরিষদটি।পঞ্চগড় সদর উপজলার টুনিরহাট-দেবীগঞ্জ সড়কের পাশেই অবস্থিত কামাত কাজলদিঘী ইউনয়িন পরিষদটি। সরকারী অফিস সময়ে প্রতিদিন জনবহুল এই পরিষদে জনগনের আনাগোনাও চোখে পড়ার মতো। 

সরজমিনে গেলে দেখা যায় তরুন-যুবক ও যুবরা সব সব বয়সী মানুষ তাদের নানা কাজে এখানে আসেন। নাগরিক সনদ, জন্ম নিবন্ধন, জাতীয়তা সনদ সহ সরকারের কাজের প্রয়োজনের তাগিদে তারা ইউপি চেয়ারম্যান-মেম্বারদের কাছে আসে।

ইউপি চেয়ারম্যান তোফায়েল প্রধান জানান গ্রাম আদালত নিয়মিত পরিচালনা করা হয়। আদালতে দেওয়ানী ও ফৌজদারী দুভাগে ভাগ করা হয়েছে। ইউনিয়নবাসি তাদের ন্যায্য বিচার পায় সে ভাবেই আমরা বিচার কার্য পরিচালনা করি।যদি তারা বিচার সন্তোজনক না মনে করে তাহলে তাদের আইনের আশ্রয় নিতে পরামর্শ দেই। কখনো কখনো বিচারকার্য সমাধান করতে বাদ মাগরিব বা রাত হয়ে যায়। তোফায়েল প্রধান বলেন ইতোমধ্যে জনসাধারনের চলাচলে প্রত্যক ওয়ার্ডে ইউড্রেন নির্মাণ  করে দিয়েছি। আমাদের ইউনিয়নে রাস্তার বেশকিছু উন্নয়নমূলক কাজ হয়েছে ‘ আরো কিছু রাস্তা হয় সে ব্যাপারে এলজিইডি এবং ইউএনও মহোদয়ের সহযোগিতা কামনা করছি। কদিন আগে স্থানীয় কুচিয়ামোড়ে একটি ব্রীজ প্রবল বর্ষনে ভেঙ্গে যায় । এরপর ইউএনওর নির্দেশনায় সেটি মানুষের চলাচলে আপাতত: কাঠের ব্রীজ তেরী করে দিয়েছি।   

ইউপি চেয়ারম্যান বলেন বর্তমান হিসাব সহকারী নেই। কদিন আগে তার বদলী হয়ে যাওয়ায় তিনি সেখানে যোগদান করেছেন ‘তিনি অতিরিক্ত দায়িত্ব পালন করায় কাজে কিছুটা বিঘœতা সৃষ্টি হয়েছে।সরকারের টিআর কাবিখার আওতায় ইউনিয়নের শিক্ষা-প্রতিষ্ঠানে গেট নির্মাণ  সহ মসজিদ মন্দিরের উন্নয়ন কাজ করেছি।

তিনি বলেন ‘ আমাদের  ইউনিয়নের গরীব-অসহায় মানুষ রয়েছে তাদের জীবন-মান উন্নয়নে সরকার যেনো প্রশাসনের মাধ্যমে উন্নয়ন কর্মসূচীর আওতায় ইউনিয়নটিকে ঢেলে সাজাতে পারি সে জন্য তাদের সর্বাতœক সহযোগিতা চাই। পরিষদের আয়ে আমরা চিকিৎসা সহ স্থানীয় গরীব দুঃখি মানুষের পাশে হাত বাড়াই। আমরা হোল্ডিং ট্যাক্্র আদায়ে শতভাগ চেষ্টা করছি। ইনশাআল্লাহ সেটি আমরা অর্জন করতে পারবো।

তোফায়েল বলেন গনঅভূথানে নিহত শহীদদের রুহের মাগফেরাত কামনা করি। আমার ইউনিয়নে কেউ যেনো ন্যায় বিচার সহ সরকারের সকল সুবিধা পান সে ব্যাপারে আমরা সচেষ্ট। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত