শিবচরে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক
সারদীয় দুর্গাপূজায় বিশৃঙখলা কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৪ | আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৯

সারদীয় দুর্গা পূজায় বিশৃঙখলা কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে বুধবার ১০ই সেপ্টেম্বর সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মাদারীপুর জেলা প্রশাসন, আয়োজিত মাদারীপুরের শিবচরের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে এক মতবিনিময় সভা শেষে প্রধান অতিথি ঢাকা রেঞ্জের ডিআইজি জনাব রেজাউল করিম মল্লিক এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন শিবচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এইচ এম ইবনে মিজান। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাইখ সুলতানা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং স্থানীয় জনপ্রতিনিধিরা।
তিনি আরও বলেন, চাঁদাবাজি, বেপরোয়া মোটরসাইকেল চালানোসহ যেকোনো ধরনের বিশৃঙ্খল কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে। মোটরসাইকেল চালকদের অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং প্রয়োজনীয় কাগজপত্র থাকতে হবে। উপশহর এলাকায় নিয়মিত টহল জোরদার করতে হবে যাতে কোনো অপ্রত্যাশিত ঘটনা না ঘটে।
ডিআইজি রেজাউল করিম মল্লিক শিক্ষার্থীদের উদ্দেশ্যে সতর্ক বার্তা দিয়ে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে উচ্চ শব্দে মোটরসাইকেল চালানো বা সাউন্ড সিস্টেম ব্যবহার করা যাবে না। এসব ক্ষেত্রে পুলিশ প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত