সিরাজদিখানে জাতীয় সমবায় দিবস পালিত

  লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১ নভেম্বর ২০২৫, ১৬:৩০ |  আপডেট  : ১ নভেম্বর ২০২৫, ২১:৫৩

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই শ্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জ সিরাজদিখানে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।  আজ শনিবার (১ নভেম্বর) সকালে  উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে এ দিবসটি পালন করা হয়।

দিবসটি উপলক্ষ্যে উপজেলা চত্বরে একটি র‌্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা সমবায় কর্মকর্তা বিন্দু রানী পালের সভাপতিত্বে ও উপজেলা আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার।

এসময় আরো বক্তব্য রাখেন সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম বারি, উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ শুভ্র, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন মধু,সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক,সহকারী পরিদর্শক সাদিয়া আফরিন, বিভিন্ন সমিতির পক্ষ থেকে শারমিন আক্তার শীলসহ আরো অনেকে। সভায়  উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, উপজেলা সমবায় বিভাগের আওতাধীন বিভিন্ন সমিতির সদস্য, সাংবাদিক বৃন্দ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত