সিরাজদিখানে এনসিপির মানববন্ধন ও বিক্ষোভ
লিটন মাহমুদ,মুন্সীগঞ্জ
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ১১:৫৫ | আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ১৬:৪২
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর ওপর হত্যাচেষ্টার ঘটনার প্রতিবাদে মুন্সীগঞ্জের সিরাজদিখানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও সহযোগী সংগঠনের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৪টায় সিরাজদিখান উপজেলার মোড় এলাকায় এ মানববন্ধন শুরু হয়। পরে বিক্ষোভ মিছিলটি উপজেলার মোড় থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিরাজদিখান উচ্চ বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-১ আসনের এনসিপির মনোনীত প্রার্থী ও সিরাজদিখান উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আলী নেওয়াজ।
এসময় আরও বক্তব্য রাখেন জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী অ্যাডভোকেট মারুফ হাসান মন্টি, উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী মো. ইমরান হোসেন বাদল, কেন্দ্রীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাহিত্য বিষয়ক সদস্য ও সাবেক জেলা মুখপাত্র বিএম রাব্বি, যুগ্ম আহ্বায়ক রাতুল হাসান শান্ত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মো. জুয়েল শেখ ও জেলা গণধিকার পরিষদের সদস্য সচিব রাসেল হাসান।
বক্তারা বলেন, অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় আন্দোলন আরও কঠোর কর্মসূচির দিকে যাবে বলে হুঁশিয়ারি দেন তারা।
কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত