সিরাজদিখানে ইছামতি নদীতে অষ্টমী স্নান অনুষ্ঠিত

  লতা মন্ডল,সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২০ এপ্রিল ২০২১, ১৬:১৫ |  আপডেট  : ২২ এপ্রিল ২০২৪, ০৪:৩২

ইছামতি নদীতে অষ্টমী স্নান করেছেন হিন্দু পুণ্যার্থীরা। আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ স্নানোৎসব অনুষ্ঠিত হয়। সিরাজদিখান সন্তোষপাড়া পরিত্যক্ত কালীঘাট স্থানে ইছামতি নদীতে দক্ষিণ প্রান্তে শতশত হিন্দু পূণ্যার্থী নারী-পুরুষ, আবালবৃদ্ধবনিতা এ অষ্টমী স্নানে অংশ গ্রহণ করে। এ উপলক্ষে ইছামতি নদীর তীরে উপজেলার সন্তোষপাড়া,পাটিকর পাড়া,আবির পাড়া,ইছাপুরা,রাজদিয়া,টেংগুরিয়াপাড়া ও রশুনিয়াসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত নারী-পুরুষ ভিড় জমায়। অস্টমী স্নান শেষে পূণ্যার্থীরা স্থানীয় শিব মন্দির, গৌর নিতাই  মন্দিরে পূজা-অর্চনা, অর্ঘ্য প্রদান করে। 

এ উপলক্ষে সন্তোষপাড়া স্নান কমিটির উদ্যোগে সহস্রাদী পুণ্যার্থী ভক্তদের চিরা, মুরি, দৈ, গুরের প্রসাদ বিতরণ করা হয় । এদিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের কাউয়ামোড়া মৃজাকান্দা এলাকায় মন্দির সংলগ্ন অষ্টমী স্নান অনুষ্ঠিত হয়।   সিরাজদিখান সন্তোষপাড়া গৌর নিতাই মন্দিরের সাধারণ সম্পাদক জয়ন্ত ঘোষ বলেন,অষ্টমী স্নান উপলক্ষে কালীতলা ইছামতি নদীর তীরে পৃথক কোনো স্নানঘাট নির্মাণ না করায় পুণ্যার্থীদের নদীতে নেমে স্নান এবং পূজা অর্চনা করতে দুর্ভোগে পড়তে দেখা যায়।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত