সিরাজদিখানে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

  লতা মন্ডল

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৩, ১৬:২৭ |  আপডেট  : ৯ জানুয়ারি ২০২৫, ১০:০০

সিরাজদিখানে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে উপজেলা নিবার্হী অফিসার মোঃ শরীফুল আলম তানভীরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সিরাজদিখানা উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজী মহিউদ্দিন আহমেদ।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাই চেয়ারম্যান মইনুল হাসান নাহিদ, সিরাজদিখান উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতিন হাওলাদার, সিরাজদিখান থানা অফিসার্স ইনচার্জ মোঃ মুজাহিদুল ইসলাম সুমন, সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক,রশুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আবু সাঈদ,শেখরনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেবব্রত সরকার টুটুল সংবাদিক অভিষেক দাস সুজনসহ সভায় সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত