সিরাজদিখানে অনুষ্ঠিত হল জ্ঞান, বিদ্যা, সঙ্গীতের দেবী সরস্বতী পূজা
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৩, ১৪:৩০ | আপডেট : ১৬ নভেম্বর ২০২৪, ০২:০০
মুন্সিগঞ্জ সিরাজদিখানে আড়ম্বরে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকেই উপজেলা শহরের সরকারি ইছাপুরা মডেল উচ্চ বিদ্যালয়,সন্তোষপাড়া শিব সংঘ, বিক্রমপুর সরকারী কুঞ্জবিহারী কলেজ,সন্তোষপাড়া রতণ স্যারের বাড়ির পূজা মন্দির,সূর্য তরুণ সংঘে ভিড় জমাতে থাকে সনাতন ধর্মাবলম্বীরা। জ্ঞান লাভের আশায় মায়ের রাতুল চরণে পুষ্পাঞ্জলি প্রদান করেন শিক্ষার্থীরা।
অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর পাদপদ্মে প্রণতি জানায় তারা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বাসা-বাড়িতেও চলে পূজা। পূজা চলাকালীন সময় উলু ও শঙ্খ ধ্বনিতে মুখরিত হয়ে উঠে প্রতিটি পূজামন্ডপ। সিরাজদিখান রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক বাবু রতণ চন্দ্র দাস(৭৬) বলেন, ধর্মীয় বিশ্বাস অনুসারে, সরস্বতী পুজোর বিশেষ তাৎপর্য রয়েছে। ধর্মীয় বিশ্বাস অনুসারে, জ্ঞান, বিদ্যা, শিল্প, সাহিত্য ও সঙ্গীতের দেবী মা সরস্বতী মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে জন্ম গ্রহণ করেন। মা সরস্বতী হলুদ ও সাদা রং খুব পছন্দ করেন। সাদা রঙ পবিত্রতার প্রতীক এবং হলুদ রঙ ইতিবাচকতার প্রতীক। মা সরস্বতী রাজহাঁস এ চড়েন। রাজহাঁস সৌন্দর্য এবং নৃত্যের প্রতিনিধিত্ব করে। এই কারণে মা সরস্বতীকে হংসবাহিনী বলা হয়। জানা যায়, সিরাজদিখান উপজেলায় এ বছর উপজেলার ১৪টি ইউনিয়নসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, পাড়া-গ্রামে ১ হাজার ৫ শতাধিক মন্ডপে একযোগে এই সরস্বতী পূজা পালিত হচ্ছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত