সিরাজগঞ্জে যুবককে গলা কেটে হত্যা

প্রকাশ: ৯ অক্টোবর ২০২৫, ১৩:২৮ | আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ১৬:২০

সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল এলাকায় এক অজ্ঞাতপরিচয় যুবককে কুপিয়ে ও গলা কেটে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভোরে উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ক্ষুদ্র শিয়ালকোল গ্রাম থেকে যুবকের মরদেহ উদ্ধার করে সদর থানা পুলিশ।
জানা যায়, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ওই যুবককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে ফেলে যায়। পরে স্থানীয়রা মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) জুবাইদা খাতুন বলেন, সকালে এক যুবকের লাশ উদ্ধার করে থানায় আনা হয়। পরে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের গলায় কাটা দাগ রয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত