সারাদেশে নানা আয়োজনে ডায়বেটিক দিবস পালন
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৩, ১৮:১৯ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ১৫:৪৪
'ডায়াবেটিসের ঝুকি জানুন প্রয়োজনীয় ব্যবস্থা নিন' এ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্যে দিয়ে সারাদেশে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে মুন্সিগঞ্জ সিরাজদিখানে শান্তি স্যার মেমোরিয়াল ডায়াগনস্টিক এন্ড ডায়াবেটিক সেন্টার কার্যালয় সামনে থেকে একটি র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শান্তি স্যার মেমোরিয়াল ডায়াগনস্টিক এন্ড ডায়াবেটিক সেন্টার চত্ত্বরে গিয়ে শেষ হয়।
পরে আলোচনা সভায় শান্তি স্যার মেমোরিয়াল ডায়াগনস্টিক এন্ড ডায়াবেটিক সেন্টারে কর্ণধার ডাঃ দেবব্রত ঘোষ সমীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিরাজদিখান উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ, সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ, সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃপঃ স্বাস্থ্য কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা, সুবীর চক্রবর্তী জ্ঞানদীপ ঘোষ,জয়ন্ত ঘোষ প্রমুখ। আলোচনা সভা শেষে বিনামূল্যে দুই শতাধিক মানুষের ডায়াবেটিস পরীক্ষা করা হয়।
লতা মন্ডল, মুন্সিগঞ্জ।
কাউনিয়ায় দিবসটি উপলক্ষে কাউনিয়া ডায়াবেটিক সমিতি কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জিন্না চম্পা ফাউন্ডেশন হল রুমে সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কাউনিয়া ডায়াবেটিক সমিতির সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ডাঃ মাসুদার রহমান। বক্তব্য রাখেন কাউনিয়া ডায়াবেটিক সমিতির সদস্য ইদ্রিস আলী, মেডিকেল অফিসার ডাঃ মারজিয়া শারমিন, আঁচল নারী কল্যাণ সংঘের সভাপতি রায়হানা বিনতে হোসাইন, জিন্নাহ চম্পা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান পিন্টু প্রমূখ। বক্তারা ডায়াবেটিক সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা করা হয়।
সারোয়ার আলম মুকুল, কাউনিয়া, রংপুর।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত