সারাদিন মেঘাচ্ছন্ন থাকবে রাজধানীর আকাশ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২ অক্টোবর ২০২২, ১০:৪১ |  আপডেট  : ১৮ ডিসেম্বর ২০২৪, ১১:০৬

ফাইল ছবি

রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকার আকাশ আজ সোমবার সকাল থেকে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এর সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। আজ রোববার সকাল সাতটা থেকে পরের ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব কথা জানিয়েছে আবহাওয়া অফিস।

ভোর থেকে আকাশজুড়ে মেঘের গর্জন ও ঝোড়ো হাওয়ার পর রাজধানীর বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বৃষ্টি। বৃষ্টির পরে গরম কিছুটা কমে যাওয়ায় স্বস্তি পেয়েছেন রাজধানীবাসী। তবে সকালে বৃষ্টির হওয়ায় অফিসগামী মানুষদের কিছুটা বিড়ম্বনায় পড়তে হয়েছে।

অনেককেই নির্ধারিত সময়ে অফিসে পৌঁছাতেও কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছে। যানবাহন কম থাকায় বেড়েছে ভোগান্তি। রিকশায় গুনতে হয়েছে বেশি ভাড়া।

এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, দিনের তাপমাত্রা ১–২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। সকাল থেকে ঢাকায় দক্ষিণ অথবা পূর্ব–দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

গত ৪০ বছরের মধ্যে জুলাই মাসে এ বছরই সবচেয়ে কম বৃষ্টি হয়েছে। সেটিও প্রায় ৫৭ শতাংশ কম। আগস্ট মাসেও এ ধারা অব্যাহত ছিল। তবে সেপ্টেম্বরে বৃষ্টির প্রবণতা দেখা গেছে বেশি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত