সামিট গ্রুপের আজিজসহ পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৪, ১৪:২৩ | আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ১৯:৫৬
সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। রবিবার (৬ অক্টোবর) এ নির্দেশ দেওয়া হয়।
মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ২৩(১) (গ) ধারার আওতায় ৩০ দিনের জন্য তার অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছে বিএফআইইউ।
এছাড়া গ্রুপটির চেয়ারম্যানসহ পরিবারের ১১ সদস্যের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়েছে। তারা হলেন– মোহাম্মদ ফয়সাল করিম খান, আঞ্জুমান আজিজ খান, আয়শা আজিজ খান, আদিবা আজিজ খান, জাফর উদ্দীন খান, মোহাম্মদ লতিফ উদ্দিন খান, মোহাম্মদ ফরিদ উদ্দিন খান, সালমান খান, কর্নেল (অব.) ফারুক খানসহ আরও দুই জন।
এর আগে সামিটসহ সাত কোম্পানির মালিকানা হস্তান্তর স্থগিত করতে জয়েন্ট স্টকে চিঠি দেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। চিঠিতে এনবিআর কোম্পানিগুলোর শেয়ার স্থানান্তর (ক্রয়-বিক্রয় ও দান) স্থগিত করার জন্য অনুরোধ করে।
সা/ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত