লৌহজংয়ে মধ্যরাতে ছিন্নমূল শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

  মিজানুর রহমান ঝিলু

প্রকাশ: ৭ ডিসেম্বর ২০২৫, ১৮:৫২ |  আপডেট  : ৮ ডিসেম্বর ২০২৫, ০৩:০০

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় শনিবার মধ্যরাতে ছিন্নমূল শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বিক্রমপুর মানবকল্যাণ রক্তদান ফাউন্ডেশন নামের সংগঠন এসব কম্বল বিতরণ করে। সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. নাঈম হাসান জানান, উপজেলার শিমুলিয়া ঘাট, চন্দ্রের বাড়ি, কুমারভোগ, মাওয়া চৌরাস্তা, মাওয়া সুপার মার্কেট, খানবাড়ি ও সীতারামপুর এলাকায় রাত বারোটা থেকে তিনটা পর্যন্ত ৫০ জন ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। তিনি আরও জানান, তাদের কার্যক্রম শুধু রক্তদানে সীমাবদ্ধ নয়, অসহায় মানুষের পাশে দাঁড়ানো তাঁদের মূল লক্ষ্য।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত