পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় বিপুল পরিমাণ অবৈধ জাটকা জব্দ

  মিজানুর রহমান ঝিলু

প্রকাশ: ৭ ডিসেম্বর ২০২৫, ১৮:৪৯ |  আপডেট  : ৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৪২

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতুর মাওয়া টোলপ্লাজা সংলগ্ন এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের কম্পোজিট স্টেশন পদ্মা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জাটকা ইলিশ জব্দ করেছে। রবিবার সকাল সাতটার দিকে কোস্ট গার্ডের সদস্যরা সন্দেহভাজন একটি মিনি ট্রাক থেকে এক হাজার ৯০০ কেজি জাটকা ইলিশ জব্দ করে।

রবিবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি আরও জানান, জব্দকৃত জাটকা ইলিশের বাজার মূল্য আনুমানিক ১৩ লাখ ৩০ হাজার টাকা। পরে জব্দকৃত জাটকা লৌহজং উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা রেজাউল ইসলামের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা এবং দুস্থদের মাঝে বিতরণ করা হয়। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত