কেঁপে উঠল কানাডাও

আলাস্কায় ৭ মাত্রার ভূমিকম্পের আঘাত

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৭ ডিসেম্বর ২০২৫, ১৪:০২ |  আপডেট  : ৭ ডিসেম্বর ২০২৫, ২০:২১

আলাস্কা ও কানাডার ইউকন অঞ্চলের সীমান্তবর্তী জনবিরল এক এলাকায় শক্তিশালী সাত মাত্রার ভূমিকম্প আঘাত হানে। স্থানীয় কর্মকর্তারা জানান, কম্পনের পর সুনামি সতর্কতা জারি করা হয়নি, এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটি আলাস্কার জুনোর প্রায় ৩৭০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং ইউকনের হোয়াইটহর্স থেকে প্রায় ২৫০ কিলোমিটার পশ্চিমে আঘাত করে।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল প্রায় ১০ কিলোমিটার গভীরে এবং এর পরপরই কয়েকটি ছোট পরাঘাত (আফটারশক) অনুভূত হয়।

ইউএসজিএস জানায়, কেন্দ্রস্থলটি আলাস্কার ইয়াকুতাট শহর থেকে প্রায় ৯১ কিলোমিটার দূরে, যেখানে বসবাস করেন ৬৬২ জন।

হোয়াইটহর্সে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের সার্জেন্ট কালিস্টা ম্যাকলিওড বলেন, ভূমিকম্প নিয়ে তাদের ইউনিট দু’টি জরুরি ফোনকল পেয়েছে।

তিনি জানান, ধাক্কাটি স্পষ্টতই টের পাওয়া গেছে। অনেকেই সামাজিক মাধ্যমে কম্পন টের পাওয়ার কথা জানাচ্ছে।

ন্যাচারাল রিসোর্সেস কানাডার ভূকম্পবিদ অ্যালিসন বার্ড বলেন, ইউকনের যে অংশে কম্পনের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে, তা পাহাড়ি ও জনবসতি খুবই কম। মানুষ মূলত জানিয়েছে তাক ও দেয়াল থেকে জিনিসপত্র পড়ে গেছে। কোনও কাঠামোগত ক্ষতির তথ্য এখনও পাওয়া যায়নি।

সূত্র: দ্য গার্ডিয়ান

কা/আ 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত