সান্তাহার জংশনে রেলওয়ের উচ্ছেদ অভিযান   

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ১৮:৫৯ |  আপডেট  : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১৫

সোমবার (২৫ আগস্ট) দিনভর রেলওয়ে ভুমি বিভাগ উপজেলার সান্তাহার জংশন স্টেশনের লেভেল ক্রসিং ও আশপাশে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। উচ্ছেদ অভিযান পরিচালনা করার জন্য রবিবার মাইকিং প্রচার করার রেলওয়ে লেভেল ক্রসিং অভ্যন্তরের মধ্যে অবৈধ ভাবে গড়ে তোলা প্রায় দুই শতাধিক স্থাপনা দখলদাররা নিজ দ্বায়িত্বে অপসারণ করে নেয়। সোমবার রেলওয়ে পশ্চিমাঞ্চল রাজশাহী অধীনস্থ পাকশী বিভাগীয় ভু-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান উচ্ছেদ অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন। এসময় রেলওয়ে লেভেল ক্রসিংয়ের এবং রেলওয়ে টিকিট ঘর এলাকা থেকে প্রায় ২০টি অবৈধ স্থাপনা ও সমপরিমান বৈধ স্থাপনার বাড়তি অংশ বুলডোজার দিয়ে ভেঙ্গে উচ্ছেদ করে দেয়। এসময় যৌথ বাহিনী সার্বক্ষনিক উপস্থিত থেকে সহযোগিতা করেন। এই উচ্ছেদ অভিযান পরিচালনা করায় শহরবাসী যৌথবাহিনী সহ রেলওয়ে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি এই উচ্ছেদ কার্যক্রম কতদিন স্থায়ী হবে সে বিষয়েও সংশয় প্রকাশ করেছেন। কারণ হিসাবে বলেন অতিতেও অনেকবার এরকম উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। কিন্তু এক/দুই দিন পর রেলওয়ে স্থানীয় প্রসাশন ও ক্ষমতাশীন রাজনৈতিক দলের নেতাদের মদদে ফের বেদখল করে অবৈধ ভাবে স্থাপনা গড়ে তুলতে দেখা গেছে। অপরদিকে ফ্যাসিষ্ট হাসিনা সরকারের সময় সান্তাহার জংশন স্টেশনের পুর্ব-দক্ষিনে মাইক্রোস্ট্যান্ড এবং সরকারি হার্ভে বালিকা উচ্চ বিদ্যালয় এলাকায় অবৈধ ভাবে গড়ে তোলা প্রায় অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ না করায় স্থানীয় বাসিন্দাদের মাঝে ক্ষে্ভের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, সান্তাহার রেল স্টেশন এলাকায় দীর্ঘ দিন থেকে অবৈধ ভাবে স্থাপনা তৈরি করে ব্যাবসা করার অভিযোগে ভিত্তিতে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এই অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত