সাত দিন ফেরিতে পচনশীল পণ্য ও কোরবানির পশু ছাড়া অন্য পণ্য পরিবহন বন্ধ থাকবে
প্রকাশ: ৩১ মে ২০২৩, ১৬:৪০ | আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ০০:০৯
পবিত্র ঈদুল আজহার আগে-পরে মিলিয়ে মোট সাত দিন ফেরিতে পচনশীল পণ্য ও কোরবানির পশু ছাড়া অন্য পণ্য পরিবহন বন্ধ থাকবে।
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী আজ বুধবার সচিবালয়ে এ তথ্য জানান।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে সুষ্ঠুভাবে নৌযান চলাচল ও যাত্রী নিরাপত্তা-সংক্রান্ত ঈদ ব্যবস্থাপনা কমিটির বৈঠক হয়।
বৈঠক শেষে নৌপরিবহন প্রতিমন্ত্রী জানান, ঈদুল আজহার আগের তিন দিন, ঈদুল আজহার দিন ও ঈদুল আজহার পরের তিন দিন ফেরিতে পচনশীল পণ্য ও কোরবানির পশু ছাড়া অন্য পণ্য পরিবহন বন্ধ থাকবে।
ঈদে লঞ্চে মোটরসাইকেল পারাপারে কোনো নিষেধাজ্ঞা থাকছে না বলে জানান নৌপরিবহন প্রতিমন্ত্রী।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত