সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বরগুনায় সাংবাদিকদের মানববন্ধন ও বিক্ষোভসমাবেশ

  হিমাদ্রি শেখর কেশব, বরগুনা

প্রকাশ: ৯ আগস্ট ২০২৫, ১৭:৪৬ |  আপডেট  : ১৭ অক্টোবর ২০২৫, ০৬:৫৭

গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যা ও দেশব্যাপী সাংবাদিক নির্যাতন, হামলা মামলার প্রতিবাদে ও অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বরগুনার সাংবাদিকবৃন্দ। শনিবার বেলা ১১ টায় বরগুনা প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বরগুনা জেলা শাখা ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বরগুনা জেলা শাখা। মানববন্ধনে উপস্থিত হয়ে জামায়াতে ইসলামী বাংলাদেশ বরগুনা জেলা আমীর অধ্যাপক মহিব উল্লাহ্ হারুণ বলেন, সাংবাদিক তুহিন কে যারা নির্মমভাবে হত্যা করেছে তাদের সকলকে গ্রেফতার করে দৃষ্টান্তমূল শান্তির দাবী জানাচ্ছি। জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ূন হাসান শাহীন বলেন, আমরা সাংবাদিকদের অবারিত স্বাধীনতায় বিশ্বাস করি, আমরা মনে করেছিলাম বিগত সরকারের আমলের দুঃশাসন, সাংবাদিক নিপীড়ন থেকে আমরা বেরিয়ে আসবো। কিন্তু এ সরকারের আমলেও তার কোনো পরিবর্তন দেখছি না। বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মনির হোসেন কামাল বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন। তিনি একটি কাগুজে বাঘ। বাঘের চামড়া গায়ে দিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন। প্রেসক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ বলেন, সাগর-রুনি হত্যা মামলার বিচারও এখনো হয়নি, তুহিন হত্যার বিচারও পাই কিনা আমরা জানি না। সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি জাফর হাওলাদার বলেন, এই উপদেষ্টা পরিষদ সাংবাদিক নিপীড়নে উঠেপড়ে লেগেছে গাজীপুরের সাংবাদিক তুহিনকে হত্যা ও অপর এক সাংবাদিককে ইট-পাথর দিয়ে থেতলে দিয়ে চিরজীবনের জন্য পঙ্গু করে দেয়াই তার প্রমাণ। বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ বলেন, প্রতিনিয়তই সাংবাদিকদের উপর নির্যাতন, নিপীড়ন ও হত্যাযজ্ঞ চালানো হচ্ছে। বিগত সরকারের আমলেও আমরা বিচার পাইনি, এ সরকারের আমলেও তার ব্যত্যয় ঘটছে না। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বরগুনা জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর কবির মৃধা বলেন, প্রতিবছরই দেশে সাংবাদিকরা নির্যাতিত হচ্ছে। এর মূল কারণ হচ্ছে, সাংবাদিকদের অনৈক্য। একারণেই আমাদের প্রতিপক্ষ আমাদের উপর এই নির্যাতন চালানোর সুযোগ পাচ্ছে। তাই সারাদেশের সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে হবে, সোচ্চার হতে হবে। তা না হলে এভাবেই প্রতিবছর ঝরে যাবে সাংবাদিকদের প্রাণ। মানববন্ধন ও প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন, বরগুনা প্রেসক্লাবের সিনিয়র সভাপতি হাফিজুর রহমান, সহসভাপতি রেজাউল ইসলাম টিটু, বরগুনা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুবুল আলম মান্নু, মাইটিভির জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম স্বপন প্রমুখ। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বরগুনা জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর কবির মৃধা ও সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বরগুনা জেলা শাখার সেক্রেটারি তাপস মাহমুদ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত