সহযোদ্ধা একাত্তর এর উদ্যোগে শেখ হাসিনার জন্মদিন উদযাপন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২২, ১২:৩৪ |  আপডেট  : ৫ মে ২০২৪, ০০:৩২

২৮ সেপ্টেম্বর, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার ৭৬তম জন্মদিন। এই উপলক্ষে মুক্তিযুদ্ধের গবেষণামূলক সংগঠন সহযোদ্ধা একাত্তর এর আয়োজনে এবং মহুয়া সাংস্কৃতিক পরিষদ ও বৃহত্তর ময়মনসিংহ লেখক সাংবাদিক ফাউন্ডেশন এর ব্যবস্থাপনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি খান নজরুল ইসলাম হান্নানের সভাপতিত্বে বিশ্বসাহিত্য ভবনের মমতাজউদদীন সভাঘরে আজ বিকাল সাড়ে ৫টায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিশু সাহিত্যিক ও ছড়াকার রাহীম শাহ। সহযোদ্ধা একাত্তর এর সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ কমিটির সদস্য লায়ন হামিদুল আলম সখা’র পরিচালনায় সভায় বক্তব্য রাখেন শিশু একাডেমীর সাবেক পরিচালক বিশিষ্ট ছড়াকার, সহযোদ্ধা একাত্তর এর সাহিত্য সম্পাদক আনজীর লিটন, বাংলাদেশ আওয়ামী লীগের সংষ্কৃতি বিষয়ক উপ কমিটির সদস্য, সহযোদ্ধা একাত্তরের সাংস্কৃতিক সম্পাদক সুজাতুল আলম কল্লোল, কবি ও সাংবাদিক সৌরভ জাহাঙ্গীর, বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ কমিটির সদস্য লায়ন কেফায়েত উল্লাহ, সাংবাদিক লতিফুল বারী হামিম, লেখক মোঃ শাহজাহান আলি, লেখক, সাংবাদিক, সহযোদ্ধা একাত্তর এর অন্যতম সদস্য শাহরিয়ার মাহমুদ প্রিন্স, শিশু সাহিত্যিক মালেক মাহমুদ, বিশ্বসাহিত্য ভবনের প্রকাশক মোঃ তোফাজ্জল হোসেন, চৌধুরী নূরুল হুদা প্রমুখ।

সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শতায়ু কামনা করে নেতৃবৃন্দ বলেন, উন্নয়ন, সমৃদ্ধি, মানবতার নেত্রী, মাদার অব হিউমিনিটি দেশরত্ন শেখ হাসিনার অসীম সাহসে উন্নয়ন কার্যক্রম চলছে। ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষে মুক্তিযুদ্ধের গবেষণামূলক সংগঠন ‘সহযোদ্ধা একাত্তর’ নিরলসভাবে কাজ করে যাবে।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার উপর ছড়া ও কবিতা পাঠ করেন শিশু সাহিত্যিক ছড়াকার রাহীম শাহ, ছড়াকার আনজীর লিটন, শিশু সাহিত্যিক মালেক মাহমুদ, কবি সৌরভ জাহাঙ্গীর প্রমুখ।

৩টি গ্রন্থের প্রকাশনা উৎসব

অনুষ্ঠান শেষে হামিদুল আলম সখা সম্পাদিত বঙ্গবন্ধুর গল্প, বাঙালির মুক্তির সনদ বঙ্গবন্ধুর ৬দফা ও আধুনিক বাংলাদেশের রূপকার শেখ হাসিনা এই তিনটি গ্রন্থের মোড়ক উন্মোচন উপলক্ষে প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত