সরকারের উন্নয়নের বার্তা দিতে নন্দীগ্রামে নারী সমাবেশ অনুষ্ঠিত

  নাজমুল হুদা

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৩, ১১:১১ |  আপডেট  : ১ মে ২০২৪, ২০:২০

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ও শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়ন বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে বগুড়ার নন্দীগ্রামে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১১ নভেম্বর) বিকেলে নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের চাপিলাপাড়া আশ্রয়ণ প্রকল্প চত্বরে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা এবং ইউপি সদস্য জোবায়েদ আহম্মেদের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারীর ক্ষমতায়ন এবং আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নারীর ভূমিকা অপরিসীম। বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নে শেখ হাসিন সরকারের বিকল্প নেই। তাই আগামীতেও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। 

সেই সাথে তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন ও অর্জন সবার কাছে তুলে ধরেন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সরফুল হক উজ্জ্বল, শামীম শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার, দপ্তর সম্পাদক ফিরোজ কামাল ফারুক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিরুল ইসলাম, বুড়ইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কালিপদ রায়, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক , উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আরাফাত রহমান, যুবলীগ নেতা জহুরুল ইসলাম ও ছাত্রলীগ নেতা আল-নোমান নাদিম প্রমূখ।

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত