সময় অসুস্থ
প্রকাশ: ৩ মে ২০২১, ২০:৫৫ | আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ১৩:১১
মাস্তুল পড়েছে ভেঙে কাঁদে প্রাজ্ঞ ভোর,
অচেনা অচেনা লাগে পুরনো শহর।
ফুসফুসে আহাজারি নেই অক্সিজেন,
কোথায় হারিয়ে গেল চেনা সিটিজেন।
দহনে দগ্ধ মানুষ ভেতর-বাহির,
শোকাতুর শূন্যতায় উত্থিত অস্থির।
বাতাস আগের নেই এমনই দুস্থ,
পথশূন্য পথিকের সময় অসুস্থ।
কবে যে থামবে এই নিয়তির খেলা!
ভাঙ্গনের অশ্রুনদী বইছে অবেলা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত