সমাজের রূপ

  সাহিত্য ও সংস্কৃতি ডেস্ক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২২, ১২:২৯ |  আপডেট  : ২৮ নভেম্বর ২০২৪, ০৪:০৪

মোঃ তাইফুর রহমান
--------------------------


সমাজের রূপ বদলানো চাই
আজকে আমার দাবি
সমাজের আজ বেহাল দশা
এ নিয়ে খুব ভাবি।

শোষনহীন এক গড়ব সমাজ
আমরা সবে মিলে
মনের হিংসা আমরা যেন
যাই সকলে ভুলে।

মিথ্যা সকল বিদায় দিব
এইতো আমার চাওয়া
অসাধুদের রুখে দিলে
পাবো সুখের হাওয়া।

অন্যায় সকল বন্ধ করে
গড়তে সমাজ হবে
দেশের মাঝে চাই যে আমি
অশান্তি যাক ডুবে।

শিক্ষার আলো ছড়িয়ে দিবো
অজ্ঞতা হোক বাদ
পাল্টানো চাই মোদের স্বভাব
 পেতে সুখের স্বাদ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত