সভাপতি-সম্পাদকের সুস্থতা কামনায় ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের বিবৃতি

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২২, ১০:৩৯ |  আপডেট  : ২৫ এপ্রিল ২০২৪, ০১:৩৩

বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি, সাবেক সাংসদ, বীর মুক্তিযোদ্ধা ডা. এস এ মালেক এবং সাধারন সম্পাদক প্রফেসর অধ্যাপক আ ব ম ফারুক করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত।  তাদের দুইজন সহ সারাদেশে সংগঠনের সকল স্তরের আক্রান্ত নেতাকর্মীর জন্য বিবৃতি প্রদান করেছে ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দ।

বিবৃতিতে তারা বলেন, বাংলাদেশের যেকোন সংকটময় মুহূর্তে সংগঠনের নেতৃবৃন্দের কর্মকৌশল অনস্বীকার্য।  মহামারির মধ্যে যখন বেসরকারি হাসপাতাল গুলো বন্ধ হওয়ার উপক্রম হয়েছিলো সেই সময়ে পরিবার সহ শুভাকাঙ্ক্ষীদের নিষেধ সত্ত্বেও ডা. এস এ মালেক শুধু নিয়মিত রুগীই দেখেননি।শুধু সারা দেশের নেতাকর্মীর সাথে নিয়মিত যোগাযোগ রেখেছেন। স্বশরীরে নেতাকর্মীকে উৎসাহ দিয়েছেন, পাশে থেকেছেন। 

 সেসময় দেশব্যাপী চলমান স্থবিরতায় কর্মহীন হয়ে পড়া মানুষগুলো শুধু নিজে পাশে দাঁড়ান নাই।  দাড়িয়েছিলেন সমগ্র বঙ্গবন্ধু পরিষদের শক্তি নিয়ে।  এই কারনে আগেও একবার আক্রান্ত হয়েছিলেন তিনি।  কার্যক্রম চালিয়েছেন টেলিমেডিসেনের। 

সারাদেশে সংগঠনের ওমিক্রনে আক্রান্ত নেতাকর্মীর সুস্থতা সহ দীর্ঘ আয়ু কামনা করেছেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন ও সাধারণ সম্পাদক সরদার মাহামুদ হাসান রুবেল।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত