সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের বিজয়ে ঐক্যের ডাক মোশারফ হোসেনের

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি   

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ১৮:০৫ |  আপডেট  : ১৫ নভেম্বর ২০২৫, ০১:৪৯

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপির দ্বিতীয় বারের মতো সংসদ সদস্য পদে মনোনয়ন পেয়েছেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন।

 এ মনোনয়ন ঘোষণার পরপরই তিনি নির্বাচনী মাঠে আরো সরব হয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের বিজয়ের জন্য সবাইকে মাঠে থাকতে হবে। এ বিজয় শুধু ধানের শীষ প্রতীকের নয়, এ বিজয় জনগণের অধিকার পুনরুদ্ধারের বিজয়। 

শুক্রবার (১৪ নভেম্বর) সকালে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বগুড়া জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব ফজলে রাব্বী তোহার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেসময় দলীয় পরিবেশ ছিলো উৎসবমুখর। আলোচনায় উঠে আসে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দলের করণীয় ও তৃণমূলের প্রত্যাশা। সৌজন্য সাক্ষাৎ শেষে মোশারফ হোসেন নন্দীগ্রাম ও ওমরপুর হাট-বাজার এলাকাসহ বিভিন্নস্থানে গণসংযোগ করেন।

সেসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমনসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত