সংবিধানে গণভোটের বিধান নেই, তাই কথায় কথায় রাস্তায় নামবেন না: আমীর খসরু
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৮ নভেম্বর ২০২৫, ১৪:৪৫ | আপডেট : ৮ নভেম্বর ২০২৫, ২০:০৮
গণভোট নিয়ে রাজপথে না নামার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান অনুযায়ী গঠিত হয়েছে, আর এই সংবিধানে গণভোটের কোনো বিধান নেই। তাই গণভোট আয়োজন করতে হলে ভবিষ্যতে সংসদে গিয়ে সংবিধান সংশোধন করেই তা যুক্ত করতে হবে।
শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ‘জনতার ইশতেহার’ শীর্ষক এক ডায়লগে অংশ নিয়ে এসব কথা বলেন বিএনপি নেতা আমীর খসরু।
তিনি বলেন, “বর্তমান সংবিধানের অধীনে শপথ নেওয়া এই সরকারের হাতে গণভোটের কোনো সাংবিধানিক সুযোগ নেই। তাই এ নিয়ে কথায় কথায় রাস্তায় নামা ঠিক নয়। রাজনৈতিক দলগুলোকে উচিত হবে বিষয়টি সংবিধানিক কাঠামোর ভেতরেই সমাধান করা।”
খসরু আরও বলেন, “কথায় কথায় দাবি তুলে রাজপথে নামলে সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়। একটি দল দাবি নিয়ে মাঠে নামবে, আর দেশের প্রধান রাজনৈতিক দল পাল্টা কর্মসূচি দেবে — এতে অরাজকতা ছাড়া আর কিছুই হবে না।”
তিনি অভিযোগ করেন, “আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে একধরনের স্বৈরাচারী মানসিকতা কাজ করছে। সবাই শুধু নিজের চিন্তাভাবনাই চাপিয়ে দিতে চায়। ঐক্যমতের বাইরে কিছু ভাবার সুযোগ রাখা হয় না। অথচ পরিবর্তন আনতে হলে আগে জনগণের আস্থা অর্জন করতে হবে, ক্ষমতায় এসে তারপর সংবিধানে পরিবর্তন আনা যেতে পারে।”
চট্টগ্রামের সাম্প্রতিক সহিংসতা প্রসঙ্গে আমীর খসরু বলেন, “ঘটনাটি একটি দলের ছাত্র সংগঠনের সাবেক নেতাকর্মীদের অভ্যন্তরীণ বিরোধ থেকে ঘটেছে। তবে যেসব মহল নির্বাচন পিছিয়ে দিতে চায়, তাদের সংশ্লিষ্টতা নিয়েও প্রশ্ন আছে।”
অর্থনীতি প্রসঙ্গে বিএনপি নেতা বলেন, “বিএনপি সরকারের সময় কখনো শেয়ারবাজারে ধস নামেনি, বরং অর্থনীতি ছিলো শক্তিশালী। আমরা বেসরকারি খাতকে অগ্রাধিকার দিতাম এবং জনগণকেই ক্ষমতায়নের পথে রাখতাম। ভবিষ্যতে ক্ষমতায় গেলে বাড়িতে বসেই ব্যবসায়িক লাইসেন্সের সুযোগ দেওয়া হবে, যাতে সাধারণ মানুষ সহজে উদ্যোক্তা হতে পারে। দল নয়, জনগণের ক্ষমতায়নই হবে আমাদের লক্ষ্য।”
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত