কালকিনিতে সরকারি জমিবিক্রি করে লাখলাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে সংবাদ সম্মেলন
এসআর শফিক স্বপন, মাদারীপুর
প্রকাশ: ৮ নভেম্বর ২০২৫, ১৮:১৪ | আপডেট : ৮ নভেম্বর ২০২৫, ২০:১০
মাদারীপুরের কালকিনিতে সরকারি জমি বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তবে স্থানীয় সাবেক এক ইউপিসদস্য ও কৃষকলীগ নেতাসহ একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে এ সংবাদ সম্মেলন করেনে প্রবাসীর স্ত্রী ভূক্তভোগী নুপুর বেগম। এদিকে ওই প্রভাবশালীদের বিচার ও হাতিয়ে নেয়া টাকা ফেরত পাওয়ার জোর দাবি জানিয়েছেন ওই ভুক্তভোগী নারী। আজ শনিবার সকালে ওই ভুক্তভোগীর নিজবাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। নুপুর বেগম উপজেলার রমজানপুর ইউনিয়নের উত্তর রমজানপুর গ্রামের সৌদি প্রবাসী ইব্রাহিম হাওলাদারের স্ত্রী।
লিখিত বক্তব্যে ভুক্তভোগী নুপুর বেগম অভিযোগ করে বলেন, রমজানপুর ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন আমার নিজ বসতবাড়ির সামনের সড়কের পাশের জমি আমার নিজ প্রয়োজন হওয়ায় স্থানীয় সাবেক ইউপি সদস্য জামাল খাঁনের মাধ্যমে তার ছেলে রাজিব হুসাইন রাকিব, জামালের ভাই কৃষকলীগ নেতা শাহআলম খাঁন ও রিপন খাঁনের কাছ থেকে প্রায় সোয়া দুই শতাংশ জমি ক্রয় করি। ক্রয়কৃত জমিতে আমি দোকানঘর নির্মান করি। পরে আমার ওই ক্রয়কৃত জমির নামজারি করার জন্য ইউনিয়নভূমি অফিসে গেলে সহকারি ভূমি কর্মকর্তা বলেন এটাতো সরকারি জমি। তাই আমি আমার নামে নামজারি করতে পারি নাই। তিনি আরো বলেন, জমি ওই জমি ক্রয় করার জন্য বিক্রিতাদেরকে বিশ লাখ টাকা দিয়েছি। তবে দলিলটিতে খরচ কমানোর জন্য আমি চার লাখ টাকা উল্লেখ করি। আমার কাছ থেকে ওই প্রভাবশালী মহল প্রতারনা মাধ্যমে সরকারি জমি বিক্রি করে যে টাকা হাতিয়ে নিয়েছে, আমি আমার সব টাকা ফেরত চাই । এবং তাদের বিচার দাবি করি। আমার টাকা ফেরত না পাইলে আমি তাদের বিরুদ্ধে মামলা করবো।
অভিযুক্ত সাবেক ইউপি সদস্য জামাল খাঁন বলেন, আমরা নুপুর বেগমের কাছে পাঁচ লাখ টাকায় জমি বিক্রি করেছি। তবে ওই জমি সরকারি কিনা আমরা জানিনা।
রমজানপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আলি আকবর বলেন, সরকারি জমি বিক্রি করে টাকা হাতিয়ে নেয়ার বিষয়টি খুবাইি দুঃখ জনক। এটা একটা প্রতারনা, এদের অবশ্যই বিচার হওয়া উচিত।
রমজানপুর ইউনিয়ন ভুমি সহকারি কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির বলেন, নুপুর বেগমের ক্রয়কৃত জমিটি সরকারি হওয়ায় তার নামে নামজারি করা সম্ভব হয়নি।
এ ব্যপারে কালকিনি উপজেলা নির্বাহী অফিসার সাইফউল আরেফীনবলেন, বিষয়টি দ্রুত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত