সংগঠনের স্বীকৃতপেলেন লৌহজংয়ের স্বজন সমাবেশ
প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:০১ | আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ০৭:২১
দৈনিক যুগান্তরের বার্ষিক মুল্যায়নে ২০২২ এর সেরা সংগঠনের স্বীকৃতি পেলেন লৌহজংয়ের স্বজন সমাবেশ ।
যুগান্তর স্বজন সমাবেশের দুই যুগ পূর্তি উপলক্ষে শনিবার যুগান্তর কার্যালয়ে কেক কেটে দুই যুগ পূর্তি উৎসব পালন করা হয়েছে । স্বজন সমাবেশের দুই যুগ পূর্তির কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন পএিকার সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. সাইফুল আলম ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুগান্তরের উপ সম্পাদক মো. বাবু, প্রধান বার্তা সম্পাদক, চীর্ফ রিপোর্টার, সাকুলেশন ম্যানেজার, স্বজন সমাবেশ পাতার বিভাগীয় সম্পাদক মো. সাইফ আহাম্মেদ, ও সাবেক বিভাগীয় সম্পাদক হিমেল চৌধূরী ।
এ সময় ২০২২ এর সেরা সংগঠন লৌহজং স্বজন সমাবেশ কে সম্মাননা স্বারক তুলে দেন সম্পাদক মো. সাইফুল আলম । এ সময় সম্মাননা স্বারক গ্রহন করেন যুগান্তরের লৌহজং প্রতিনিধি শেখ সাইদুর রহমান টুটুল, লৌহজং স্বজন সমাবেশের সভাপতি হাজী মো. বিল্লাল হোসেন হাওলাদার, সহ সভাপতি প্রভাষক ছালমা আক্তার, সাধারন সম্পাদক হাজী মো. মজনু মীর্জা ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত