সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে মাদারীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

  শফিক স্বপন,মাদারীপুর:

প্রকাশ: ২৫ মার্চ ২০২১, ১৪:৫২ |  আপডেট  : ১৯ মে ২০২৪, ০২:৫৩

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে মাদারীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খিস্ট্রান ঐক্য পরিষদ মাদারীপুর জেলা শাখা। আজ বৃহস্পতিবার (২৫ মার্চ) মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সকাল ১০টায় এ কর্মসূচি পালন করা হয়। 

কর্মসূচিতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মাদারীপুর জেলা শাখার সভাপতি প্রাণতোষ মন্ডলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মাদারীপুর জেলা শাখার সভাপতি এডভোকেট সুজিত চাটার্জী বাপ্পী, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, বাংলাদেশ পূজা উদযাপন কমিটি মাদারীপুর জেলা শাখার সহ-সভাপতি এডভোকেট বিমল চন্দ্র বাড়ৈ, সাধারণ সম্পাদক শ্যামল কুমার দে, জাসদ মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সালাউদ্দিন খান প্রমূখ। 

ঘন্টাব্যালী অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তরা শাল্লা উপজেলায় হিন্দু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদ জানিয়ে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত