শ্রীনগর বাজার কমিটির নির্বাচনে প্রতিক পেয়ে মাঠ গরম করছেন প্রার্থীরা

প্রকাশ: ৫ অক্টোবর ২০২৫, ১০:১৪ | আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ২০:৫৪

মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী বাজার হিসেবে ক্ষ্যাত শ্রীনগর সদর বাজারের ব্যাবসায়ী কমিটির নির্বাচনে প্রতিদ্বন্দ্বী পদগুলোর জন্য প্রতীক বরাদ্দ দিয়েছেন নির্বাচন কমিশন । ৪ অক্টোবর শনিবার সকাল সাড়ে ১০ টায় নির্বাচন কমিশনের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা পি, আই, ও তাজুল ইসলাম ও তার সহকারী কর্মকর্তা গন লটারি পদ্ধতির মাধ্যমে সুষ্ঠু, সুন্দর এবং শান্তি পূর্ণ পরিবেশে প্রতিক বরাদ্দের কাজটি সম্পন্ন করেন ।
প্রতিক পেয়ে সাথে সাথেই নির্বাচনী মাঠে নেমে পরেছেন প্রার্থীরা । তারা নিজ নিজ মার্কার জানান দিতে তরিৎ গতিতে লিফলেট পোস্টার ছাপিয়ে মিছিল সমেত হাজির হচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে । গরম করে তুলছেন সমস্ত বাজারের অলিগলি । শুধু সভাপতি , সেক্রেটারি নয়, দাপিয়ে বেড়াচ্ছেন অন্যান্ন পদ প্রার্থীরাও । সবকিছু মিলিয়ে শ্রীনগর বাজার কমিটির আসন্ন নির্বাচনকে ঘিরে প্রার্থী ও ভোটারদের মাঝে যেন এক উৎসবের আমেজ বিরাজ করছে ।
সভাপতি প্রার্থীদের মধ্যে হাজী মোঃ দেলোয়ার হোসেন পেয়েছেন , চেয়ার , মাসুদ রানা পেয়েছেন ছাতা, এবং মহিউদ্দিন তালুকদার পেয়েছেন খেজুর গাছ । সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে শেখ মজিবর রহমান পেয়েছেন আনারস এবং জয়নাল আবেদীন মৃধা জেমস পেয়েছেন মোড়গ মার্কা । যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ জহির হোসেন পেয়েছেন হরিণ ,শাহীন - জাহাজ , জসিম প্রজাপতি এবং জুয়েল পেয়েছেন গাভী মার্কা। অর্থ সম্পাদক পদে জানে আলম টিপু - গোলাপফুল , মনির হোসেন - তালাচাবি । আইনশৃঙ্খলা সম্পাদক মোঃ ফরহাদ হোসেন পেয়েছেন - তালগাছ, রোকন- তলোয়ার এবং আলামিন - সূর্যমুখী ফুল । এক যুগের ও বেশী সময় ধরে শ্রীনগর বাজারে কোন নির্বাচন না-হওয়ার কারণে এবার নির্বাচন পেয়ে প্রার্থী ও ভোটার উভয়ের মধ্যে- ই শান্তি পূর্ণ উত্তেজনা এখন তুঙ্গে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত