শ্রীনগর ও সিরাজদিখানের যৌথ আয়োজনে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া মহফিল
নজরুল ইসলাম, শ্রীনগর (মুন্সীগঞ্জ) থেকে
প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৫, ১৫:৪৩ | আপডেট : ২ ডিসেম্বর ২০২৫, ১৮:৫৩
২ ডিসেম্বর (মঙ্গলবার) বেলা ১২ টায় শ্রীনগর ও সিরাজদিখান উপজেলা বি এন পির আয়োজনে শ্রীনগর উপজেলা বি এন পির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খানের বাগান বাড়িতে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মুন্সীগঞ্জ - ১ আসনের বি এন পি মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।
এসময় রামকৃষ্ণ ভক্ত সংঘের মুন্সীগঞ্জ জেলা সভাপতি অধ্যক্ষ বাবু বিশুদ্ধানন্দ চক্রবর্তী সনাতনী হিন্দুসম্প্রদায়ের প্রতিনিধি হয়ে দোয়া মহফিলে অংশগ্রহণ করে। তার বক্তব্যে জাতি ধর্ম নির্বিশেষে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করার আহব্বান জানান। একজন সনাতনী সম্প্রদায়ের লোকের মুখে এ আহব্বান শুনে সভাস্থলে শোকের ছায়া নেমে আসে। এসময় শেখ মোহাম্মদ আব্দুল্লাহ সহ অধিকাংশ নেতা কর্মী ছিল অশ্রুসিক্ত, বক্তাদের অনেকের কন্ঠে ছিলো চাপা কান্না আর শোকানুভুতির ছাপ।
এসময় উপস্থিত ছিলেন, শ্রীনগর উপজেলা বি এন পির সভাপতি শহিদুল ইসলাম মৃধা, জেলা আহ্বায়ক কমিটির সভাপতি আবদুল বাতেন খান শামীম, শ্রীনগর উপজেলা বি এন পি সিনিয়র সহসভাপতি মোঃ আশরাফ হোসেন মিলন, সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান, সিরাজদিখান উপজেলা বি এন পি সাধারণ সম্পাদক এম হায়দার আলী, সাংগঠনিক সম্পাদক ফারুক মোড়ল, শহিদুল ইসলাম কারাল, জহিরু আলম মামুন, সিরাজদিখান উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বাদশা মিয়া, পিয়ার আলী মোল্লা, জয়নাল আবেদীন মৃধা জেমস, মামুনুর রশীদ মামুন, ফয়সাল আহাম্মেদ রনি, এমদাদুল হক রজিন, আশরাফুল ইসলাম শুভ, নুর ইসলাম, সিরাজ তালুকদার, আওলাদ হোসেন সহ দুই উপজেলার বি এন পি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত