শ্রীনগরে সেভেন রিংস্ সিমেন্টের শুভ হালখাতা ও পার্টনার মিট

  মিজানুর রহমান ঝিলু

প্রকাশ: ৯ মার্চ ২০২৪, ১৮:৪৪ |  আপডেট  : ২৪ ডিসেম্বর ২০২৪, ১৬:৪১

মুন্সীগঞ্জের শ্রীনগরে সেভেন রিংস্ সিমেন্ট কোম্পানির শুভ হালখাতা ও পার্টনার মিট অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার কামারগাঁও কাজী কমিউনিটি সেন্টারে মো. সিরাজ বেপারীর সভাপতিত্বে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সেভেন রিংস্ সিমেন্ট কোম্পানির নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ জোনের ম্যানেজার মো. আবদুস সাত্তার। তিনি বলেন, সেভেন রিংস্ সিমেন্ট দেশের এক নম্বর সিমেন্ট হিসেবে নির্বাচিত হয়েছে। এর প্রধান কারণ, মান নিয়ে কোনো আপোস করেনি সেভেন রিংস্ সিমেন্ট কোম্পানি, করবেও না। এছাড়া  ভোক্তাদের মতামত, চাহিদা ও পছন্দ-অপছন্দকে সম্মান করে সেভেন রিংস্ কর্তৃপক্ষ। সেভেন রিংস্ সিমেন্টের লৌহজং ও শ্রীনগর অঞ্চলের ডিলার মেসার্স সিরাজ এন্ড ব্রাদার্সের আয়োজনে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেভেন রিংস্ সিমেন্টের এরিয়া সেলস ম্যানেজার মো. আবু নেছার। আয়োজনের মধ্যে ছিল আলোচনা সভা, দুপুরের আহার, দুই উপজেলার প্রথম সারির ৯ জন সর্বোচ্চ বিক্রেতার মাঝে পুরস্কার বিতরণ ও র‍্যাফেল ড্র। সেরা বিক্রেতার পুরস্কার পেয়েছেন লৌহজং উপজেলার যশলদিয়া শিমুলতলা বাজারের আহম্মদিয়া এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মো. নাঈম মাজি।

ই 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত