শ্রীনগরে যৌতুক আদায়ের জন্য গৃহবধূকে নির্যাতনের অভিযোগ
প্রকাশ: ৭ মে ২০২১, ০৮:২৯ | আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ২২:৪৬
শ্রীনগরে যৌতুক আদায়ের জন্য এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে। গত বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার মধ্য কামারগাঁও এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ওই এলাকার মজিবর খানের ছেলে সুমন খান বালাশুর বানিয়া বাড়ি এলাকার নুর ইসলাম আকনের মেয়ে সুমাইয়া আক্তারকে প্রায় ৮ বছর আগে বিয়ে করে। তাদের সংসারে ৭ বছরের এক সন্তান রয়েছে। সুমন কুয়েত প্রবাসী ছিলেন। করোনা ভাইরাসের কারণে দেশে আসার পর থেকে সে তার স্ত্রীকে ২ লাখ যৌতুক এনে দিতে বলে। টাকা না এনে দিতে পারায় স্ত্রী সুমাইয়ার সাথে সুমন ঝগড়া বিবাদ শুরু করে। এর সূত্র ধরে বুধবার সকালে সুমন টাকা এনে দেওয়ার জন্য চাপ দিলে দুজনের মধ্যে তর্ক শুরু হয়। একপর্যায়ে সুমন তার স্ত্রীকে মারধর করে। এসময় স্থানীয়রা সুমাইয়া আক্তারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এঘটনায় সুমাইয়া আক্তার বাদী হয়ে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এব্যাপারে শ্রীনগর থানার ডিউটি অফিসার বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত