শ্রীনগরে যুবদলের স্বাধীনতা দিবসের র‌্যালিতে বাধা ও লাঠিচার্জ অপেক্ষা করে মিছিল সম্পূর্ণ   

  শরিফুল খান প্লাবন মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি

প্রকাশ: ২৭ মার্চ ২০২২, ১১:১৯ |  আপডেট  : ৯ জানুয়ারি ২০২৫, ০৪:৪৯

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শ্রীনগর উপজেলা যুবদলের উদ্যোগে স্বাধীনতা র‌্যালি আয়োজন করা হয়। শ্রীনগর উপজেলা যুবদলের সভাপতি জয়নাল আবেদীন জেমস এর নেতৃত্বে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয় ।পরে পুলিশ লাঠিচার্জ করে র‌্যালি ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে।

পুলিশের বাধা উপেক্ষা করে শ্রীনগর উপজেলা যুবদল সফলভাবে স্বাধীনতার এই র‌্যালি সম্পন্ন করে, শ্রীনগর উপজেলা যুবদল সভাপতি জয়নাল আবদীন জেমস এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন মাসুদ রানা সভাপতি পাটাভোগ ইউনিয়ন যুবদল সিরাজুল হাওলাদার সভাপতি ভাগ্যকুল ইউনিয়ন যুবদল,শহিদুল ইসলাম সভাপতি, বাঘড়া ইউনিয়ন যুবদল, শফিক মোড়ল সহ-সাধারণ সম্পাদক উপজেলা যুবদল ,মিরাজ হোসেন তানিন ,বিল্লাল হোসেন প্রিন্স, ফারুক মৃধা সাবেক আহ্বায়ক শ্রীনগর উপজেলা ছাত্রদল, শামসুল আলম,আবু জাফর জিয়া, আশিকুল ইসলাম অভি, বাবুল শেখ, ফয়সাল , রুবেল ভূঁইয়া সাধারণ সম্পাদক বীর তারা ইউনিয়ন যুবদল ,শফিকুল ইসলাম মাসুদ ,মাহে আলম, ওয়াসিম , শেখ মোহাম্মদ শামীম,তানভীর হাসান তুহিনআব্দুর রাজ্জাক, নাঈম ইসলাম, তানভীর, এনায়েত হোসেন,হাসান , শহিদুল,তুহিন, ওসমান গনি, হালিম খান ,সাঈদ ইকবাল, পারভেজ, জাহাঙ্গীর, সৈয়দ হোসেন রনি , সেন্টু , ইলিয়াস, আসলাম, রাহিম মোল্লা, জাকির হোসেন, চমক সহ অসংখ্য যুবদল নেতা কর্মীরা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত