শ্রীনগরে মোবাইল কোর্টে ৬ জেলেকে আর্থিক জরিমানা
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৫০ | আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ১৫:৪৫
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মান্দ্রা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৬ জেলেকে আর্থিক জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার ভাগ্যকুল আড়ত, বৌ বাজার, উত্তর বালাশুর, আলামিন বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) ব্যারিস্টার সজীব আহম্মেদ।
এসময় মোবাইল কোর্টে ৩ জনকে ৫,০০০/- টাকা করে,১ জনকে ৪,০০০ টাকা,১ জনকে ৩,০০০ ও অপর ০১ জনকে ১,০০০ টাকা সর্বমোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়।জব্দ কৃত ৪৫ কেজি জাটকা মাছ মাদরাসাতুল হারামাইন বাংলাদেশ, বালাশুর কারি মিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা ও ভাগ্যকুলের সরকারি শিশু পরিবার (বালক) এ বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাক ও আনসার সদস্য।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত