শ্রীনগরে মেলায় বেলুন ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা, আহত-২
প্রকাশ: ১২ মার্চ ২০২২, ২০:৩১ | আপডেট : ২ জানুয়ারি ২০২৫, ১০:৩৪
মুন্সীগঞ্জের শ্রীনগরে মেলায় বেলুন ব্যবসয়ীর উপর মাহাম্মদ আলী ক্লে বাহিনির হামলায় ২ জন আহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টায় উপজেলার শিংপাড়া চান মস্তানের মেলায় এই হামলার ঘটনা ঘটে। এতে ব্যবসায়ী রবিউল ইসলাম ও তার সাথে থাকা সুমন শেখ আহত হয়। আহত সুমনের অবস্থা গুরুতর হওয়ায় স্থানিয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লে·ে নিয়ে যায়। এবিষয়ে শ্রীনগর থানায় রবিউল ইসলাম বাদি হয়ে একটি লিখিত অভিযোগ করেছে।
আহত ব্যবসায়ী রবিউল ইসলাম অভিযোগ করে বলেন, আমি মেলায় বেলুন বিক্রি করছিলাম। রাতে বিক্রি শেষে আমার কাছে মাত্র ১টি বেলুন তৈরি করা ছিল। এমন সময় দুইজন ক্রেতা আমার কাছে থাকা বেলুনটি কিনতে চায়। একজনের সাথে একটি ছোট বচ্চা ছিল আর বাচ্চাটি বেলুনের জন্য অনেক কান্না করছিল। আমি বাচ্চাটিকে বেলুন টি দিয়ে দেই। মুক্তার শেখ নামে অন্য ক্রেতাকে বলি ভাই একটু অপেক্ষা করেন আমি আর একটি বেলুন ফুলিয়ে দিচ্ছি। আমার কথা না শুনেই তিনি আমাকে গালিগালজ করে। কিছুক্ষণ পরে মাহিন শেখ ও তাদের উস্তাদ মহাম্মদ আলী ক্লেসহ ৮/৯ এসে জন আমাকে মারধর করতে থাকে। তখন সুমন শেখ তাদের হাত থেকে আমাকে বাঁচাতে এগিয়ে এলে তারা তাকে মেরে মাথা ফাটিয়ে দেয়।
এব্যাপারে মহাম্মদ আলী ক্লের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তার মুঠোফোনে একাধিকবার কল দিলেও মোবাইলটি বন্ধ পাওয়া যায়। শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, এবিষয়টি আমি অবগত নই।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত