শ্রীনগরে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১০:৩১ | আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ১৬:৪৩
মুন্সীগঞ্জের শ্রীনগর ৫ম উপজেলা পরিষদের মসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২ টায় প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদে মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপত্বি করেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন।
এসময় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেণ,উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণব কুমার ঘোষ,উপজেলা কৃষি কর্মকর্তা শান্তনা রানি, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাজুল ইসলাম, ষোলঘর ইউপি চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম, হাসাড়া ইউপি চেয়ারম্যান মো. সোলাইমান হোসেন খান, শ্যামসিদ্ধি ইউপি চেয়ারম্যান জি এস নাজির হোসেন, আটপাড়া ইউপি চেয়ারম্যান মো. ফজলুর রহমান, কুকুটিয়া ইউপি চেয়ারম্যান বাবুল হোসেন বাবু, ভাগ্যকুল ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন শাহাদাৎসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত