সিরাজদিখানে জামায়াতের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ১৮:৫৪ | আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ০১:৪৩
মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলা জামায়াতের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন মামলার ঝামেলায় জর্জরিত থাকলেও দলের দুঃসময়ে তারা পাশে ছিলেন। তবে ৫ আগস্টের পর অবমূল্যায়নের অভিযোগ তুলে তারা জামায়াত থেকে বের হয়ে আসেন।
আজ রবিবার (১৪ ডিসেম্বর) বিকাল ৪ টায় রশুনিয়া আবিপড়া ঈদগা মাঠে রশুনিয়া ইউনিয়ন বিএনপির সর্বস্তরের জনগণ আয়োজিত বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তারা বিএনপিতে যোগ দেন। এ সময় সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি ও মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহ নবাগতদের বুকে জড়িয়ে হাতে ধানের শীষ দিয়ে বরণ করে নেন।
সদ্য বিএনপিতে যোগ দেওয়া আলহাজ্ব মাওলানা মনির হোসেন বলেন, আমি দীর্ঘদিন ধরে রশুনিয়া ইউনিয়ন জামায়াতের আমির, বর্তমানে বাংলাদেশ জামায়াত ইসলামী শ্রমিক কল্যান ফেডারেশন সিরাজদিখান উপজেলা সাধারণ সম্পাদক এবং রুকনে জামায়াত কর্মী ছিলাম। আওয়ামী লীগ সরকারের সময় আমার নামে মামলা হয়। ৫ আগস্টের পর সরকার পরিবর্তন হলেও জামায়াতের নেতাকর্মীরা আর আমাকে চিনতে চাইনি, দেখা হলেও কথা বলেনি। বিএনপি মনোনীত মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপির প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহ খুব ভালো মনের মানুষ। তাই আমি বিএনপিতে যোগ দিয়েছি।
জামায়াত নেতা এইচ এম রোকনউদ্দিন শিকদার(রোমান) ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশন রশুনিয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক। আওয়ামী লীগ সরকারের সময়ে আমার নামে মামলা হয়। কিন্তু সরকার পরিবর্তনের পরও ত্যাগী নেতাকর্মীদের কোনো মূল্যায়ন করেনি জামায়াত। জামায়াতের রাজনীতি করতে গিয়ে আমি সর্বস্বান্ত হয়েছি, তবুও কোনো মূল্যায়ন পাইনি। তাই বিএনপিতে যোগদান করেছি।
মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহ বলেন, আমরা দলমত নির্বিশেষে মানুষের পাশে থাকার আদর্শে বিশ্বাসী। আজ যারা জামায়াত থেকে বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে দলে যোগ দিয়েছেন, তাদের স্বাগত জানাই। বিএনপি ক্ষমতায় গেলে তাদের যথাযথ মূল্যায়ন করা হবে।
তবে সিরাজদিখান উপজেলা জামায়াতের আমির মাওলানা কবির হোসেন বিষয়টির নিন্দা জানিয়ে বলেন,মাওলানা মনির হোসেন কে আমরা তার কর্মকান্ডের জন্য অনেক আগেই মৌখিকভাবে জামায়াতের কমিটি থেকে বাদ দিয়েছি। আর যাদের নাম এসেছে এরা কেউ জামায়াতে ইসলামীর কোনো নেতা বা কর্মী বলে আমার জানা নেই। এরা কখনো জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত ছিল না।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, মোয়াজ্জেম হোসেন বাবুল, মোতাহার হোসেন, মোঃ আতাউর রহমান হাওলাদার, খিজির চৌধুরী, সফিকুল ইসলাম বাদল, খলিলুর রহমান খলিল, মোঃ ইয়াছিন সুমন, শাহাদাৎ শিকদার, মোঃ আমজাদ হোসেন, জুয়েল রানা সেন্টু, পিয়ার আলী মোল্লা, মোঃ বাদশা মিয়া, মাহমুদা আক্তার প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত