শ্রীনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
নজরুল ইসলাম, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১২:১০ | আপডেট : ২৩ জানুয়ারি ২০২৬, ২০:৩১
শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের হাড়িয়া মুন্সিয়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ২০ জুলাই রবিবার বিকেলে চুড়ান্ত পর্বের এ খেলায় অংশগ্রহণ করেন কিং অব কারপাশা একাদশ বনাম কুকুটিয়া উত্তর পাড়া একাদশ।
ঢাকা মহানগর দক্ষিন বিএনপির যুগ্ম আহবায়ক ফরহাদ হোসেনের আয়োজনে ও সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বি এন পি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বাবু গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, সরকার আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের যে ঘোষণা দিয়েছেন সাড়া দেশবাসীর সাথে আমরাও সে অপেক্ষায় আছি । আশা করি সরকার নির্ধারিত সময়ে নির্বাচন দিয়ে তার কথা রাখবেন।
আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় বি এন পির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু , তিনি বলেন, সঠিক সময়ে নির্বাচন না দিলে রাজপথে থেকেই আমরা এদেশের গণমানুষের মৌলিক অধিকার আদায় করবো।
এসময় উপস্থিত ছিলেন শ্রীনগর সদর ইউ পি চেয়ারম্যান তাজুল ইসলাম, কুকুটিয়া ইউনিয়ন বি এন পির সভাপতি মতিউর রহমান খান মতি, সাধারণ সম্পাদক আলম, বিশিষ্ট ব্যবসায়ী মজিবর রহমান, ইদ্রিস আলী, শফিক মোড়ল, জহিরুল ইসলাম বাদসা ও নাঈম লস্কর প্রমুখ।
কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত