শ্রীনগরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৩, ১৮:৫৭ | আপডেট : ২ জানুয়ারি ২০২৫, ০৬:৩৪
শ্রীনগরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ নভেম্বর সোমবার বেলা ১১ টায় উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মশিউর রহমান মামুন।
সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি সাফফাত আরা সাঈদ, শ্রীনগর থানার ওসি আবদুল্লা আল তায়েবীর, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, নির্বাচন কর্মকর্তা সিকদার ফখরুদ্দীন, উপজেলা স্ব্যাস্থ্য কর্মকর্তা শংকর কুমার পাল, বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ মাস্টার, শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা ও ষোলঘড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ মোঃ আজিজুল ইসলাম, আব্দুল বারেক খান বারী, হাসাড়া ইউ পি চেয়ারম্যান সোলাইমান খান , বীরতারা ইউ পি চেয়ারম্যান শহিদুল্লা কামাল ঝিলু, কোলাপাড়া ইউ পি চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু, তন্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আকবর, নাজির হোসেন, মনোয়ার হোসেন শাহাদাৎ , আবু আল নাসের তানজিল ও শ্রীনগর প্রেসক্লাবের সভাপতি মোঃ নজরুল ইসলাম সহ শ্রীনগর উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত