শ্রীনগরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

  নজরুল ইসলাম, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

প্রকাশ: ৪ মে ২০২১, ০৯:১৫ |  আপডেট  : ৪ মে ২০২৫, ০৫:১০

শ্রীনগরে সরকারি জমি থেকে অবৈধ দখল উচ্ছেদ করা হয়েছে। গত ২ মে রবিবার দুপুরে উপজেলার ষোলঘরে অশ্রয়ণ প্রকল্পের সামনে থেকে স্থাপনাটি উচ্ছেদ করা হয়। শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ষোঘের নির্দেশক্রমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কেয়া দেবনাথ দখল উচ্ছেদ অভিযানটি পরিচালনা করেন। 

জানা গেছে, এর আগে ওই এলাকর অবৈধ দখলদার জয়নাল নামে এক ব্যক্তি সরকারি জমিতে পাকা স্থাপনা শুরু করে। খবর পেয়ে উপজেলা প্রশাসন সরকারি স্বার্থে অবৈধ স্থাপনাটি গুড়িয়ে দিয়ে জায়গাটি দখলমুক্ত করে।

স্থানীয়রা জানায়, সংশ্লিষ্ট কর্মকর্তারা যদি তৎপর থাকেন তাহলে অবৈধভাবে সরকারি জমি কেউই দখল করতে সাহস পাবেনা। জয়নালের অবৈধ স্থাপনাটি উচ্ছেদ করায় উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান এলাকাবাসী।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত