শ্রীনগরের ষোলঘড়ে মাদক-জুয়ার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করলেন আজিজুল চেয়ারম্যান 

  নজরুল ইসলাম, প্রতিনিধি, শ্রীনগর ( মুন্সিগন্জ)

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২২, ২০:৪৭ |  আপডেট  : ২৮ নভেম্বর ২০২৪, ১৭:৫০

মুন্সিগন্জের শ্রীনগর উপজেলার ষোলঘড় ইউনিয়নে মাদক  ও জুয়ার বিরুদ্ধে জেহাদ ঘোষনা করেছেন আজিজুল চেয়ারম্যান।  বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির ধর্ম বিষয়ক সম্পাদক এবং শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা আলহাজ্ব মোঃ আজিজুল ইসলাম দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে সর্বোচ্চ ভোটে পূনরায় নির্বাচিত হয়ে এ জেহাদ ঘোষণা করেন । 

শপথ গ্রহনের পর থেকে বিভিন্ন ওয়ার্ড সভায় বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে ষোলঘড় ইউনিয়নকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলতে জনগণকে রাষ্ট্রের আদর্শ নাগরিক হওয়ার আহবান জানান। 

সে লক্ষ্যে তিনি সমাজ থেকে অন্যায় অবিচার এবং মাদক ও জুয়ার বিরুদ্ধে  জনগনকে ঐক্য রদ্ধ হওয়ার  নির্দেশ দেন। কিন্তু চেয়ারম্যানের এ নির্দেশের তোয়াক্কা না করে মাদক সেবি ও জুয়ারিদের দৌরাত্ম এতটাই বেড়েছে  যে, তারা দিনেদুপুরে ষোলঘড়ের পালের বাগান, সুলতানের বাগান ও ঢাকার চকের বগানটিকে মাদক ও জুয়ার অভয়ারণ্য হিসেবে ব্যবহার করছে। 
 
২৬ জানুয়ারী বুধবার বেলা ১২টায় ষোলঘরের জনগন সংগঠিত হয়ে আজিজুল চেয়ারম্যানকে সাথে নিয়ে মাদকসেবি  ও জুয়ারিদের আস্তানায় হানা দেয়। লোকজনের উপস্থিতি টের পেয়ে তারা দৌড়ে পালিয়ে যায়। এ-সময় ঐ স্থান থেকে ১০ প্যাকেট তাস ২৫ প্যাকেট খাবার  একটি চাকু একটি ব্যাগ এবং বেশ কিছু রশি জনগন উদ্ধার করে। 

এবিষয়ে জানতে চাইলে আজিজুল চেয়ারম্যান  বলেন, মাদক কিংবা জুয়ার ব্যাপারে আমার কাছে বিন্দু মাত্র ছাড় নাই। আমি বহুদিন ধরে হুশিয়ারি উচ্চারণ করে যাচ্ছি কিন্তু কর্নপাত করেনি বলেই আজ জনগণ আমাকে সাথে নিয়ে অভিযানে  নেমেছে।

এলাকাবাসী জানান,  আমাদের মত শ্রীনগর উপজেলার  প্রতিটি ইউনিয়নের লোকজন যদি সোচ্চার হয়ে উঠে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা যদি বৃদ্ধি পায় তাহলে মাদক সেবী ওজুয়ারীরা নির্মূল হবেই। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত