শ্রীনগরের কোলাপাড়ায় মমিন আলীর নির্বাচনী সমাবেশ 

  নজরুল ইসলাম প্রতিনিধি,শ্রীনগর(মুন্সীগঞ্জ)

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ১৬:৫৩ |  আপডেট  : ২৩ জানুয়ারি ২০২৬, ২০:৫৩

মুন্সীগঞ্জ-১- আসনের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মমিন আলী উত্তর কোলাপাড়া নিজ বাসভবন চত্বরে নির্বাচনী সমাবেশ করেছেন । ২৩ জানুয়ারী শুক্রবার সকাল ১১ টা থেকে বিকেল পর্যন্ত এ সভার কাজ চালিয়ে যান । এই সভার মধ্যবর্তি সময়ে জুম্মার নামাজ ও দুপুরের খাবারের ১ ঘন্টা বিরতি দেয়া হয় । বক্তব্য রাখেন, ১ আসনের ফুটবল মার্কার স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মমিন আলী । শ্রীনগর উপজেলা বি এন পির সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন,মিরজা ইমরান হোসেন সবুজ,   সাবেক যুবদলের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিন,  মুনসুর মাঝি, সামসুল আলম,খোকন,  আবুতাহের, ,মোঃ ইদ্রীস আলী,  ফিরোজ আলম প্রধান, কামরুজ্জামান পলাশ ,   এনায়েত হোসেন,  হোসেন মৃধা, ছাত্তার মুক্তার, মনিরুল আলম খান, আমির হোসেন তালুকদার, ফজলহক মোড়ল, তাজুল মাদবর, হাজি সামসুল হক খান, শামীম খান, কফিল বেপারী, রমিজ খান, আবুল হোসেন তালুকদার, সিরাজুল ইসলাম, কাজী এমারত হোসেন, মহিউদ্দিন, আব্দুর রহিম, হাজী খলিলুর রহমান, মোঃ আলী, হাজী লিটন দেওয়ান, রাজু, হাজী আব্দুল লতিফ, মন্টু, নাসির উদ্দীন, বরুণ, পরিরমা, সূর্য সারেং, বিজয় বাসার, ইসমাইল হোসেন টিপু প্রমূখ। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত