শ্রমিকদের ধর্মঘট, চট্টগ্রাম বন্দরে কনটেইনার বহন বন্ধ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪, ১২:৪২ |  আপডেট  : ২৪ নভেম্বর ২০২৪, ১২:০৭

চট্টগ্রাম বন্দরে কনটেইনার পরিবহন বন্ধ রেখে আবারও ধর্মঘট শুরু করেছেন কনটেইনারবাহী প্রাইমমুভার পরিবহন শ্রমিকরা। বুধবার [৩০ অক্টোবর] সকাল থেকে বন্দরের ভেতর কনটেইনার হ্যান্ডলিং করছেন না তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত শ্রমিকরা কনটেইনার হ্যান্ডলিং করবেন না বলে জানিয়েছেন।

দাবিগুলোর মধ্যে রয়েছে– প্রাইমমুভার ট্রেইলার চালক ও সহকারীদের নিয়োগপত্র দেওয়া; ছবিসহ পরিচয়পত্র ও সরকারঘোষিত নিম্নতম মজুরি প্রদান; শ্রমঘণ্টা বাস্তবায়ন।

চট্টগ্রাম জেলা প্রাইমমুভার ট্রেইলার, কনক্রিট মিক্সচার, ফ্ল্যাটবেড ও ডাম্প ট্রাক শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক হাসান মাহমুদ বলেন, ‘আমাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছিলেন মালিকরা, কিন্তু এখনও মানেননি। এ কারণে আমরা পুনরায় ধর্মঘটে নেমেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কাজে ফিরবো না।’

চট্টগ্রাম জেলা প্রাইমমুভার ট্রেইলার, কনক্রিট মিক্সচার, ফ্ল্যাটবেড ও ডাম্প ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম খান বলেন, ‘মঙ্গলবার [২২ অক্টোবর] বন্দর কর্তৃপক্ষের সঙ্গে মালিকদের বৈঠকে বৃহস্পতিবারের [২৪ অক্টোবর] মধ্যে আমাদের দাবি মেনে নেওয়া হবে বলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছেন। এমন আশ্বাসে আমরা সে সময় ধর্মঘট স্থগিত করেছিলাম। সে দাবি না মানায় আজ থেকে আবারও কর্মসূচি ঘোষণা করেছি।’

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বলেন, ‘প্রাইমমুভার পরিবহন শ্রমিকরা আজ আবারও ধর্মঘট শুরু করেছেন। এ জন্য প্রাইমমুভারদের অংশে কাজে কিছুটা স্লো হচ্ছে। তাদের যেসব দাবি ছিল তা মালিকপক্ষের পূরণ করার কথা ছিল, কিন্তু তাদের মধ্যে এখনও বনিবনা হয়নি। তাই মালিকরাও নিয়োগপত্র দেননি, শ্রমিকরাও নিয়োগপত্র নেননি।  আশা করি, দ্রুত শ্রমিকরা কাজে যোগ দেবেন।’

কা/আ  

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত