শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে শপথ পড়তে উপচে পড়া ভীড়

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২১, ২০:৩৪ |  আপডেট  : ৩ মে ২০২৪, ০৪:৫৭

মহান বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী ও মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের মতো বাগেরহাটবাসীকেও শপথ বাক্য পাঠ করিয়েছেন। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিকেলে বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে জেলা পর্যায়ে আয়োজিত অনুষ্ঠানে বঙ্গবন্ধুর আদর্শে উন্নত, সম্মৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ার প্রত্যয়ে এ শপথ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর পাঠ করানো এই শপথ পড়ে বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে বিকেল তিনটা থেকে উপচে পড়া ভীড় ছিল। বিভিন্ন শ্রেণি পেশার দশ হাজারের বেশি মানুষ এই শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন বলে দাবি আয়োজকদের। বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়াম ছাড়া ৮টি উপজেলা সদর, ৭৫টি ইউনিয়নসহ সুন্দরবনের দুবলার চর শুঁটকি পল্লীর জেলেরাও প্রধানমন্ত্রীর শপথবাক্য পাঠে অংশ গ্রহন করেন। 

বাগেরহাটের ৮৫টি স্থান থেকে বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, জনপ্রতিনিধি, সরকারী-বেসরকারী চাকুরীজীবী, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষার্থী-শিক্ষার্থী, সাংস্কৃতিকর্মীসহ সকল পেশার মানুষ জাতীয় পতাকা হাতে নিয়ে হাজার হাজার মানুষ প্রধানমন্ত্রীর শপথবাক্য পাঠে অংশ নেন।  এসময়ে বিজয়ের পতাকার রঙ্গে রঙিন হয়ে উঠে শপথ অনুষ্ঠানস্থল। এ শপথ গ্রহন অনুষ্ঠানকে কেন্দ্র করে জেলার সর্বস্তরের মানুষের মাঝে উৎসাহের আমেজ বিরাজ করে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত