সিরাজদিখানে বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

  লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ১৬:৪৬ |  আপডেট  : ১১ জানুয়ারি ২০২৬, ১১:৪০

বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী এবং আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুর ১টার দিকে সিরাজদিখান উপজেলা মধ্যপাড়া ইউনিয়নের উত্তর মালপদিয়া জামে মসজিদ প্রাঙ্গনে মধ্যপাড়া ইনিয়ন ৭নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া ও মাহফিলে পূর্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কর্মময় জীবন ও তার শাসনামল নিয়ে স্মৃতিচারণের উদ্দেশ্যে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।মধ্যপাড়া ইনিয়ন ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ওসমান দেওয়ানের সভাপতিত্বে এবং বিএনপি নেতা এনামূল হক তুহিন ও শাখাওয়াত সরদারের সঞ্চালনায়।এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন  মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আজিম আল রাজী, মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল রহিম, সিরাজদিখান উপজেলা বিএনপির কোষাদক্ষক নজরুল ইসলাম নজু,  সিরাজদিখান উপজেলা যুবদল আহব্বায়ক মোঃ ইয়াছিন সুমন, সিরাজদিখান উপজেলা কৃষকদল সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন,মোঃ নিজাম বেপারী,শাহীন আহম্মেদ, মনির হোসেন মনু, আব্দুল সালাম প্রমুখ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত